২৩ এপ্রিল, ২০১১

শিল্প নির্মাণ

          আনমনা আনোয়ার
     
শ্বাশ্বতিক ইতিহাসের সহিত সম্পর্কিত তুমি
তোমার ভেতরে গড়েছে বসত
বংশ পরস্পরা নানা অভিজাত অভিজ্ঞান;
তাই যতই সম্মুখে অগ্রসর হও
           তত হও উন্মোচিত,
উন্মোচিত হয় তোমাস্তিত সভ্যতার পুরাতত্ত্ব ।
সভ্যতার সেই পুরাতত্ত্ব মাঝে বসে -
ভাব-বিহ্বলতায় একান্তে যখন
তুমি নিজেই নিজের স্বকীয়তার সমীকরণ টানো
বিষয় বৈচিত্রে শব্দ-ছন্দে উৎপ্রেক্ষা-উপমায়
তখন-ই হয় কাব্য,অপূর্ব বিস্ময়ে
তাই হয় অমর-অক্ষয় শিল্প ।