১০ সেপ্টেম্বর, ২০১১

গাও দেশাত্ববোধক এই গান

আনমনা আনোয়ার

বীর জনতা নূতন চেতনায়
হও দ্বীপ্তিমান
ভন্ড রাজনৈতিকদের বিভ্রান্তি আর ফাঁকাবুলি
করো এবার দৃঢ়তার সাথে প্রত্যাক্ষান ।
উচ্চকিত কন্ঠে তোল,সাহসী এই আহ্বান -
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রাঙানো
সোনার এই বাঙলায় ;
না,চাইনা -
মেধাহীন অদূরদর্শী উত্তরাধিকারের রাজনীতি
না,চাইনা -
যুক্তিহীনতা,প্রতিহিংসা-হানা-হানি আর
যেনো-তেনো প্রকারে ক্ষমতায় যাওয়ার রাজনীতি ।
একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায়
সবুজ-শ্যামলীমায় ঘেরা উর্বর ভূমির এই বাঙলায়
চাই -
মেধাবী দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব
চাই -
রাজনীতিতে সার্বজনীন যুক্তির স্থায়ীত্ব
চাই -
প্রতিহিংসা-হানা-হানি আর যেনো তেনো প্রকারে
ক্ষমতায় যাওয়ার রাজনীতির চির অবসান ।
সংগ্রামী জনতা,রাহুমুক্ত স্বাপ্নিল বাঙলাদেশের জন্যে
সম্মিলিত কন্ঠে একটি বার শুধু
গাও দেশাত্ববোধক এই গান ।