১০ এপ্রিল, ২০১১

তোর অবহেলা নিয়ে

আনমনা আনোয়ার

বরংবার কন্ঠনালীতে আটকে যাওয়া
দু'টি মাত্র শব্দ -'ভালোলাগে,ভালোবাসি'
যা আলা জিহ্বা,জিহ্বা,দন্ত ও ঠোটের
সমন্বয়ে গড়া গল-গহবর সাহস করে
সুর দিয়ে বাজাতে পারেনি ;
কিন্তু,কি অপরাধ করেছিল
ওর চোখ,চোখের ভাষা -
তা কি স্পন্দন তোলেনি ভালোলাগার,
ওর আচার-আচরণ -
তা কি রং ছড়ায় নি ভালোবাসার,
ওর কবিতা -
তাও কি হাতছানি দেয় নি ভালোবাসার ?
তথাপিও কেন আজ মিছে লুকাতে চাস
এ সব নানাবিধ কথার আড়ালে।
কেউ না জানুক,তুই তো জানিস
বাহ্যিক মোহে বিত্তের মাঝে
সুখ খোঁজতে গিয়ে তুই-ই
বরণ করে নিয়েছিলি বিশ্বাস ঘাতকতাকে।
অন্যদিকে -তোর অবহেলা কাঁধে লয়ে
আজ  অবধি ও
বয়ে বেড়াচ্ছে নিঃসঙ্গতাকে ;
বলতে পারিস -বিশ্বাসের ভালোবাসায়
এ যুগে এমন চড়া মূল্যে
কে বিকোয় কাকে ?