২৩ এপ্রিল, ২০১১

আজ তাই

আনমনা আনোয়ার

স্বপ্ন বিহ্বলাদের কক্ষচ্যুতি দেখে দেখে
স্বপ্নপুরী যখন হতবিহ্বল
তোমার স্বপ্নও তখন যাত্রা দিয়েছে
দূর অস্তাচল;
পরিণত আবেগ ছিলো,ছিলো অনুভূতি
সাধও ছিলো কেবলমাত্র সাধ্য ছিলো না
বারণ করিনি তাই,করজোড়ের পিরিজে
উপস্থাপন করিনি মায়াবী অনুরোধ;
অভিমানে ঢেকেছি শুধু -
          ভালোবাসা এবং ক্রোধ।
আজ তাই আমাকে ঘিরে আছে
বর্ণিল স্বপ্নের সতেজ হিরন্ময় রোদ,
আর সে রোদে নাইতে এসে
            থমকে দাঁড়ায় না কারো বিবেক বোধ।