২৩ এপ্রিল, ২০১১

বিপন্ন স্বপ্ন কূয়াশা ছড়াক,যাই

         আনমনা আনোয়ার

পথে দাঁড়িয়ে অথচ পথিক হবোনা
তা না ঠিক; না যুক্তি-যুক্ত
তার চেয়ে পথ ছেড়ে যাওয়াই বরং ভালো
আর যাবোই যখন
মেঘ মগ্ন হয়ে যাওয়াই ভালো
থাকে যদি থাক কিছুটা অপ্রাপ্তি-শূণ্যতা।
আমাবশ্যার মায়াবী আঁধার
নীশুতি পোকার ঝি-ঝি ডাক
স্বভাবি শেয়ালের আফ্ফালনে
বিপন্ন স্বপ্নগুলো কূয়াশা ছড়াক;
বোধি ভোরের রক্তিম আভায়
অনূভব-অনূভুতিতে পোড়া স্বপ্নগুলো
উরুক আবার নতুন চেতনার ডানা মেলে
সৌজন্যতাটুকু থাক
চির চেনা কিন্তু অদেখা-অজানা।
যাই -অপ্রয়োজনে
সম্পর্কের ছিটে-ফাটা ছুড়ে দিয়ো জলে
যাচ্ছি -প্রয়োজনে
নিঃসঙ্গতায় ডেকো প্রাণের টানে
গেলাম -অনুরোধ
স্বাপ্নিল চোখের চঞ্চলতা যেন না যায় থেমে
যাই -
প্রকৃতির অবারিত সবুজ আমাকে ডাকছে
যাচ্ছি -
সমুদ্রের বিশালতা আমাকে ডাকছে
গেলাম -
ভালো থেকো বন্ধু
যার জন্য এতো আয়োজন....