২৩ এপ্রিল, ২০১১

অন্য দৃষ্টি হও

আনমনা আনোয়ার

বিনির্মানের বন্ধুর পথে যেখানে দেখিবে খাদ
সেখানটাতে বাজাও তুমি সৌকুমারযের শঙ্খ ত্রিনাথ,
প্রবাহমান সমাজে যেখানে দেখো মানবতার ঘাটতি
সেখানটাতে ফলাও তুমি মানবিক আর্তি
পঙ্কিল সমাজের যেখানে পাবে অন্যায়-অবিচার
সেখানটাতে তুমি যেন হও নিজেই প্রতিকার,
চিন্তার বেলায় যেখানে দেখবে পশ্চাদ্পদতা কুসংস্কার
যুক্তি,বিশ্লেষনি ক্ষমতায় তোমার নাম হোক সংস্কার।
অনুপ্রাণিত-অনুরণিত হয়ে কোন ধারণাকে কোর না স্বতঃসিদ্ধ
পাঠের একাগ্রতায় প্রকৃত বাস্তবতা,প্রকৃতিকে গুলিয়ে হয়ে নিও ঋদ্ধ,
পরিসমাপ্তির নিবেদন তুমি অন্য দৃষ্টি হও
সৃষ্টিশীলতার ভেতর দিয়ে মানুষের কথা কও।