আনমনা আনোয়ার
(কবি যাকির সাঈদকে নিবেদিত)
দ্বিধা সংকোচ মাড়িয়ে
মন যদি চায়,এসো
করে নেব সময় কারণে-অকারণে
খুপির হবেনা শূন্যভাব ;
সাবধানেই করবো ক্ষণ
সাবধানের মার নেই-জানো বুঝি!
তবে এসো কিন্তূ মেয়ে -
এতে কিছু যায় আসেনা ইদানিং
আস্থায় নিসর্গে মুখ গুঁজে বসে আছি
কাব্যিক পৌরুষ নিয়ে ।