আনমনা আনোয়ার
কে তুমি বুঝতে চাও বৃশ্চিকের কবিকে
তাঁর সামান্য সৃষ্টির মাঝে
ওভাবে হবেনা তোমার
শত চেষ্টা করোও যদি সকাল সাঁঝে।
তুমি বরং –
জীবনের উল্টোপিঠে চরা রথে
ব্যতিক্রমী কোন পথে
জাত সৈনিকের সাহস
দরবেশের আত্মিক উষ্ণতা
খুনির হিংস্র নৃশংসতা
আর – প্রেমিকের যুগল আনন্দের
পেছনের শক্তিকে বোঝ বিচিত্র ভাবে
তবেই তাকে বোঝা যাবে।