২৩ এপ্রিল, ২০১১

শৈল্পিক নিলাম

আনমনা আনোয়ার

ঠিক যেখানটাতে অপূর্ণতা আমার
যেখানে জমে-জমে আমি ব্যাথার পাহাড়,
সেখানে-ই তোমার কাছে হবো ঋণি
গানে-গানে ভরিয়ে দিয়ো তৃষ্ণার্ত হৃদয় খানি।
অতৃপ্ততা যদি থাকে কিছু নিও চেয়ে
বালখিল্যতা থাকবেনা দিতে শিল্প সম্মত মেয়ে;
এভাবে পরস্পরে ঋণে-ঋণে যখন আকণ্ঠ নিমজ্জিত
তিক্ষ্ণ অনুভবে হৃদয় যেন হয় আবেগে উদ্ধেলিত।
অনগ্রসর চিন্তার হীনমান্যতায় আমাদের বসবাস ক্ষুদ্র গন্ডিতে
আমলে রেখো শুধু প্রাপ্তিটা যেন পূঁজ না হয় সমাজ সন্ধিতে;
বিশাল লেনদেনে সামান্য এই মুচলিকা নিলাম
সৃজনশীলতার ভেতর দিয়ে অতঃপর হোক পারস্পরিক শৈল্পিক নিলাম।