২৩ এপ্রিল, ২০১১

কেনো এতো অবসাদ,তোর চোখে

আনমনা আনোয়ার

ঈশ্বর ও ইবলিস দ্বৈত শাসক মনের
আপন ধীগুনে আমরা তাদের করি বন্দনা
কি,ঠিক বলিনি -ডাগর নয়না ?
ঈশ্বর -অর্থাৎ সৃষ্টিকর্তা,অন্তর্যামী,করুনাকর...
যাঁর কাছে সমর্পিত ভালোলাগা-ভালোবাসা মোর ;
ইবলিস -অর্থাৎ পাপাত্মা,পথভ্রষ্টা,প্রতারক...
যার কাছে পরাজিত তুই !
আমি হারিনি লাজুক লতা -
কিন্তু কেনো এতো অবসাদ,তোচোখে !
ও চোখে মানায় না যা ।
তবে কি, হুতাশনে পুড়ে হয়নি শেষ
তোর মনস্তাপ আজো !!