২৪ এপ্রিল, ২০১১

বিধুনন,আমাকে তোমার করে নেও

আনমনা আনোয়ার
তুমি শুধু আমাকে তোমার করে নেও
শারীরিক সৌন্দর্য-সৌকুমার্যের সমর্থন নেবো না;
ছোঁব-তোমার ব্যতিক্রমি জীবন যৌবনকে
তোমার সংস্কৃতি মনস্কতাকে
তোমার নিষ্কলুসতাকে।

            তুমি শুধু আমাকে তোমার করে নেও
বিত্ত-বৈভব-বিলাসিতার স্পর্শন নেবো না;
ছোঁব-তোমার স্পষ্টবাদীতাকে
তোমার যুক্তিশীলতাকে
তোমার সহনশীলতাকে।

তুমি শুধু আমাকে তোমার করে নেও
জীবন সংহারি কোনো কিছুর সার্নিধ্য নেবো না;
ছোঁব-তোমার প্রগতিশীলতাকে
তোমার প্রজ্ঞাকে
তোমার ব্যক্তিত্বকে।
  
বিধুনন,তুমি যদি আমাকে তোমার করে নেও
মেঘ না চাইতে জল পাওয়ার মতো
একই সঙ্গে হাতে পেয়ে যাবো
আধুনিকতা ও বিশ্বমানবতা;
জেনে যাবো পৃথিবীতে আগমনের হেতু,
নির্ভয়-নিঃশঙ্ক চিত্তে তখন
দায়িত্ব নেব শ্বাশ্বত সুন্দর আগামীর।