২৫ এপ্রিল, ২০১১

গতকাল রাতে

আনমনা আনোয়ার

দেশময় আজ লুপ্ত প্রায় জাগ্রত বিবেক
চতুর্দিকে তাই বাতাসে ওরে
হতাশা,উৎকণ্ঠা এবং উদ্বেগ।
যুক্তিকে এগিয়ে দিয়ে
অযৌক্তিকতাকে ঠেলে পাশে
যাবতীয় স্মৃতিগুলো ঘেটে দেখি
অতীত কৃতকর্মের অজস্র ভুল
চোখের সম্মুখে ভাসে।
গতকাল রাতে অনেক্ষণ তাই
বোধের আগুনে পুড়িয়েছি মন
সেই থেকে কেমন জানি
অন্যরকম লাগছে এ ভুবন।
ভুলগুলো সব তেঁতো লাগছে
পাপ গুলোর প্রতি জন্মেছে ঘৃণা
মনে হচ্ছে - 
সত্য-সুন্দরের পথ ছাড়া বাচিবইনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন