২৩ এপ্রিল, ২০১১

রাত্রি অনুভব

আনমনা আনোয়ার

রাত্রি হলো অস্থির চিন্তার মত
ক্ষিপ্রতায় এগোনোর বাধা;কুহেলিকা জীবনের,
রাত্রি হলো ভবিষ্যত সময়ের মতো
নিকষ-কালো আঁধার;ভয়ঙ্কর এবং অনিশ্চিত।
রাত্রি হলো ভ্রাম্যমান কিছু স্বপ্নের মতো
জোছনার মায়াবী ইন্দ্রজাল;অনুভবে নেয়া যায় ছোঁয়া যায় না,
রাত্রি হলো মানবাধিকার ফোরামের মতো
জাগ্রত বিবেক;প্রজ্ঞার খেয়ালে জেগে ওঠা চর।

রাত্তিরে যা ভাবি
রাত ফুরোলেই তা অন্য রকম হয়
বলো দেখিন পূনর্বার
এ জ্বালা কি প্রাণে সয়।